ঘড়িসার ইউনিয়ন ও এর গ্রামের নামকরণের ইতিহাস

ঘড়িসার ইউনিয়ন শরীয়তপুর জেলার নড়িয়া ‍উপজেলার অর্ন্তগত একটি ইউনিয়ন।

গ্রামসমুহের নামকরণ ও ঐতিহাসিক বিবরণঃ

সুরেশ্বর গ্রামের বিবরণ:


নামকরণ তথ্য: সুরেশ্বর শব্দের অর্থ ঃ lord of gods; Shiva; (শিব, মহাদেব) or Indra (ইন্দ"). সুরেশ্বরী . fem. Goddess Durga (দুর্গা) or Goddess Ganges (গঙ্গা)| সুর + ঈশ্বর মিলিত হয়ে সুরেশ্বর শব্দটি সম্পুর্ণ হয়েছে।
বিবরণ:
এ স্থানের নামে সবজি ডাটা “সুরেশ্বরী ডাটা” দেশ বিখ্যাত। পদ্মা পাড়ের টাটকা ইলিশ মাছ পাওয়া যায় তা খুব স্বাদের এবং দেশ বিদেশ খ্যাত।
এ গ্রামের পাশ দিয়ে পদ্মা নদী প্রবাহিত, নদীর পাড়ে সুরেশ্বর বন্দর দেশ খ্যাত প্রাচীন নদী বন্দর ও জেলার
শ্রেষ্ঠ নদী বন্দর। সুরেশ্বর নদীবন্দরের মাধ্যমে লঞ্চ, ট্রলার ও নৌকা যোগে জনগণ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত ও পণ্য পরিবহন করে থাকে।
এখানকার বিখ্যাত জান শরীফ হুজুরের মাঝারে প্রতি বছর শীতে ওরস হয়। দেশ বিদেশের বিভিন্ন লোক এ ওরসে অংশগ্রহণ করে থাকে। এটি সুরেশ্বর দরবার শরীফ নামে পরিচিত। সুরেশ্বর দরবার শরীফ শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক স্বিকৃত “দর্শনীয় স্থান। এ দরবার শরীফ জাতীয় ও আর্ন্তজাতিকভাবে পরিচিত।








  • চরমোহন

  • আদম মনিরাবাদ

  • ক্রোকিমনিরাবাদ

  • চরমোহন

  • হালইসার

  • গোয়ালবাথান

  • নন্দনসার

  • সিংহলমুড়ি

  • সুজাবাদ

  • বাড়ৈপাড়া

  • চরলাউলানী

  • বাহির কুশিয়া

  • আটপাড়া

  • রাহাপাড়া

  • ভিতর কুশিয়া

  • উত্তরপাড়া

ঘড়িসার ইউনিয়ন ও এর গ্রামের নামকরণের ইতিহাস ঘড়িসার ইউনিয়ন ও এর গ্রামের নামকরণের ইতিহাস Reviewed by sm sohage on February 05, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.