নেকমরদ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার একটি ইউনিয়ন।
গ্রামের নাম সমুহ
তথ্যসুত্রঃ বাংলাদেশের জেলা-উপজেলার নামকরণ ঐতিহ্য (মোহাম্মদ নুরুজ্জামান)
নেকমরদ ইউনিয়ন এর নামকরণ ইতিহাসঃ সৈয়দ নেকমরদ বা শাহ্ নেকমরদ নামক জনৈক মুসলমান পীরের নামানুযায়ী এ স্থানের নাম নেকমরদ হয়েছে। এখানে তার মাজার রয়েছে। নেকমরদ মাজারে শায়িত পীরের নাম পরিচয় এবং আর্বিভাকাল সম্পর্কে খুব কমই জানা যায়। 1961 সালের আদশুমারি প্রতিবেদন মতে তিনি পনের শতকের পীর ছিলেন। তিনি অত্যান্ত পূত-পবিত্র চরিত্রের মানুষ ছিলেন বলেই নেকমরদ (পবিত্র মানুষ) বলে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে লোকজন তার প্রকৃত নাম বাদ দিয়ে তাঁকে নেকমরদ নামে আখ্যায়িত করতে থাকেন।
গ্রামের নাম সমুহ
- চন্দনচহট
- দূর্লভপুর
- বামনবাড়ি
- পারকুন্ডা-
- ভবানন্দপুর
- ঘনশ্যামপুর
- যদুয়ার
- ভবানীপুর
- গন্ডগ্রাম
- করনাইট
- ভকরগাও
- ফরিদপাড়া
- আলশিয়া
- গোরকই
- নারায়নপুর
তথ্যসুত্রঃ বাংলাদেশের জেলা-উপজেলার নামকরণ ঐতিহ্য (মোহাম্মদ নুরুজ্জামান)
নেকমরদ ইউনিয়ন ও গ্রাম সমুহের নামকরণ ইতিহাস
Reviewed by sm sohage
on
March 21, 2019
Rating:
No comments: