১৮৬০ সালে রেম্নচাই চৌধুরী এই শহরে গোড়াপত্তন করেন। খাগড়াছড়ি জেলার নামকরণ সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তবে একটিতথ্য জানা যায়, জেলার প্রধান কার্যালয়টি অসংখ্য খাগড়া গাছে পরিপূর্ণ চেংড়িস্ট্রিম বা চেংগী স্ট্রিম বা ছাড়ার তীরে ছিল।এই খাগরা গাছের নাম থেকে খাগড়া আর ছড়ার থেকে ছড়ি শব্দটি যুক্ত হয়ে খাগড়াছড়ি।
খাগড়াছড়ি জেলার উপজেলা সমুহঃ খাগড়াছড়ি সদর, দিঘীনালা, পানছড়ি, লক্ষীছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, রামগড়, মাটিরাঙ্গা, গুইমারা।
দীঘিনালা উপজেলা
দীঘিনালা-বাবুছড়া রোডের বড়াদম এলাকায় ১৬শ শতাব্দীতে তৎকালীন ত্রিপুরা রাজ্যের মহারাজ এলাকাবাসীর সুপেয় পানির উৎস্যের জন্য একটি দীঘি খনন করেন। চতুর্দিকের অসংখ্য নালা এবং এই দীঘির কারনেই দীঘিনালা নামের উৎপত্তি বলে জানা যায়।
পানছড়ি উপজেলা
জন শ্রুতি আছে এখানে এক সময় প্রচুর পান চাষ হতো। পান চাষের এলাকা হিসাবে এটি তখনকার সময় পানছড়ি নাম ধারণ করে বলে জানা যায়।
লক্ষীছড়ি উপজেলা
এ উপজেলার নামকরণ সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও ছড়ি শব্দের অর্থ প্রভাবিত হওয়া বুঝানো হয় এবং লক্ষীছড়ি উপজেলা সদরে লক্ষী পূজার প্রচলন ছিল বলেও এ থেকে নামকরণ করা হয়ে থাকতে পারে বলে অনেকের ধারণা। এ ছাড়া উপজেলা সদরে অবস্থিত লক্ষীছড়ি মেৌজার নামানুসারেও উপজেলার নাম লক্ষীছড়ি হয়ে থাকতে পারে।
মহালছড়ি উপজেলা
মহালছড়ি থানার নামকরন সম্পর্কে স্থানীয়ভাবে দুটি অভিমত রয়েছে। প্রথমটি হলো: অতীতে ত্রিপুরা রাজন্যবর্গের রাজত্বকালে এ অঞ্চলের রাজস্ব আদায়ের জন্য একটি মহাল স্থাপিত হয়েছিল।ত্রিপুরা ভাষায় রাজস্ব আদায়ের অফিসকে মহাল বলা হয়। এ মহাল থেকে মহালছড়ি নামের উৎপত্তি।
মানিকছড়ি উপজেলাঃ
কিংবদন্তী থেকে জানা যায়, অতীতে এই অঞ্চলের একটি পাহাড়ি খালে (ছড়া) মাণিক পাওয়া যেতো। এই মানিক ছড়ি মিলে এখানকার নাম হয়েছে মানিকছড়ি।
রামগড় উপজেলাঃ
পূর্বে রামগড় পার্বত্য চট্টগ্রামের একটি মহকুমা ছিল। কথিত আছে, এক সময় এখানে রামসাধু নামে এক সন্নাসী এখানকার একটি কুড়েঘরে বাস করতেন। মনে করা হয়, রাম ও ঘর শব্দ দুটি থেকে কালক্রমে এই জায়গার নাম রাঘর > রামগড়। আবার স্থানীয় ইতিহাসবিদদের মতে, জনৈক রামচন্দ্র নারায়ণের নির্মিত গড়ের নামানুসারে এই অঞ্চলের নাম রামগড় হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলাঃ
সাধারণভাবে ধারনা করা হয়, এই অঞ্চলের মাটি রক্তিম বর্ণের অর্থাৎ রাঙ্গা। এই রাঙা বর্ণের মাটির কারণ এই জায়গাকে মাটিরাঙা বলে অভিহিত করা হয়।
গুইমারা উপজেলাঃ
গুইমারা উপজেলার নামকরণ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
খাগড়াছড়ি জেলা ও এর উপজেলা সমূহের নামকরণের ইতিহাস
Reviewed by sm sohage
on
August 01, 2018
Rating:
No comments: