জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নামকরণ ইতিহাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অব্যবহিত প্রাক্তন নাম জগন্নাথ কলেজ, এই নামেই বিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে পরিচিত ছিল। এটি ঢাকার একটি ঐতিহ্যবাহী কলেজ। ১৮৫৮ সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে এর প্রতিষ্ঠা হয়। ১৮৭২ সালে এর নাম বদলে জগন্নাথ স্কুল করা হয়। বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী তার বাবার নামে জগন্নাথ স্কুল নামকরণ করেন। উল্লেখ্য কিশোরীলাল রায় শিক্ষাবিস্তারে আগ্রহী ছিলেন।


তথ্যসুত্রঃ উইকিপিডিয়া।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নামকরণ ইতিহাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নামকরণ ইতিহাস Reviewed by sm sohage on January 04, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.