চাঁদপুর জেলার মতলব উপজেলার অর্ন্তগত একটি ইউনিয়ন। বর্তমানে ষাটনল, সটাকী, সুগন্ধী, পশ্চিম লালপুর, পূর্ব লালপুর, কালীপুর, ইমামপুর ও বাড়ীভাংগা ৮টি গ্রাম নিয়ে ষাটনল ইউনিয়ন গঠিত হয়। ষাটনল ইউনিয়নটি মেঘনা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত। ষাটনল ইউনিয়নের পাশে মেঘনা নদীর তীরে ঐতির্য্য বাহি পর্যটন কেন্দ্র অবস্থিত।
গ্রামের নাম
গ্রামের নাম
- বড় ষাটনল
- ষাটনল বাজার
- ষাটনল মালপাড়া
- রঙ্গুখাকান্দি
- সটাকী
- সুগন্ধী
- আসন আলী কান্দি
- কন্দু সরকারকান্দি
- মেহের উল্লাহকান্দি
- চরচারানী
- পশ্চিম লালপুর
- পূর্ব লালপুর
- ইমামপুর
- মধ্য কালীপুর
- কালীপুর
- বাড়ীভাঙ্গা
ষাটনল ইউনিয়ন ও এর গ্রামের নামকরণ ইতিহাস
Reviewed by sm sohage
on
January 24, 2019
Rating:
No comments: