ফান্দাউক ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন।
নামকরণঃ অনেক দিন আগে ফান্দাউক গ্রামের বেশীর ভাগ জায়গা জঙ্গলে পরিপূর্ন ছিল। সে সময় এখানে অনেক হাতির চলাচল ছিল। কিছু মানুষ হাতিকে ধরার জন্য/শিকার করার জন্য বিভিন্ন ধরনের ফাঁদ তৈরী করত। তারা সবসময় চেষ্টা করত হাতি তাদের তৈরী ফাঁদে আসুক। ফান্দ মানে ফাঁদে পড়া এবং উক মানে হল আসুক অর্থাৎ ফাঁদে পড়তে আসুক। এভাবেই ফান্দাউক নামটির উৎপত্তি।
- ফান্দাউক
- রাজনগর
- উত্তর সিংহ গ্রাম
- আতুকুরা
ফান্দাউক ইউনিয়ন ও এর গ্রাম সমুহের নামকরণ
Reviewed by sm sohage
on
March 30, 2019
Rating:
No comments: