মোহনপুর ইউনিয়ন ও এর গ্রামসমুহের নামকরণ


অবস্থান: সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার অর্ন্তগত একটি ইউনিয়ন। 

মোহনপুর শতবর্ষের একটি পুরানো গ্রাম। ধারণা করা হয় যে, ‘মোহন’ নামের কোনও এক গ্রামবাসীর সঙ্গে ‘পুর’ (গ্রাম/গৃহ অর্থে) শব্দটি যুক্ত হয়ে গ্রামের নাম মোহনপুর হয়েছে। উল্লেখ্য, একসময় মোহনপুর গ্রামে অনেক হিন্দুজনের বাস ছিল। ১৯৪৭ সালের পরে তারা মোহনপুর থেকে স্থানান্তরিত হয়ে পাশ্ববর্তী গ্রাম নতুন পৈন্দা ও পুরাণ পৈন্দায় গিয়ে বসবাস শুরু করে। গ্রামবাসী কারও কারও মতে, তাদেরই কোনও একজন পূর্বপুরুষের নাম মোহন ছিল এবং তার নাম থেকেই মোহনপুর নামকরণ হয়।

মোহনপুর ইউনিয়ন ও এর গ্রামসমুহের নামকরণ মোহনপুর ইউনিয়ন ও এর গ্রামসমুহের নামকরণ Reviewed by sm sohage on July 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.