রামপাল ইউনিয়ন ও এর গ্রামের নামকরণ

রামপাল মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।

বাংলার ইতিহাস অনুসন্ধান করতে যেয়ে বাংলার প্রাচীন মানসিক রূপের বর্ণনা প্রসঙ্গে বিক্রমপুর চোখ-১ আলোচনায় পালবংশের উদ্ভবের কথা নবম শতাব্দী থেকে ধরা হয়েছে। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল পাল থেকে শুরু করে একাদশ শতাব্দী পর্যন্ত পালবংশ বিক্রমপুর শাসন করে।  দ্বিতীয় শূরপালের সহোদর রামপাল তার নামানুসারেই রামপাল গ্রামটি প্রতিষ্ঠা করেন।  এ গ্রামের নাম থেকে হয়তো ইউনিয়নের নাম রামপাল হয়েছে।

গ্রামের নাম

  • পানহাট্টা

  • জোড়ারদেউল

  • রঘুরামপুর

  • সুখবাসপুর

  • রামপাল

  • কালিঞ্জিপাড়া

  • পালের ভরট

  • পূর্ব দেওসার

  • দক্ষিন দেওসার

  • পশ্চিম দেওসার

  • ধলাগাঁও

  • গবিন্দপুর

  • খানকা দালালপাড়া

  • চৌগাড়ারপাড়

  • সিপাহীপাড়া

  • শাখারী বাজার

  • বল্লাল বাড়ি

  • সুজানগর

  • উত্তর কাজী কসবা

  • দক্ষিন কাজী কসবা

  • উত্তর সিপাহীপাড়া

  • পানাম

  • মিল্কিপাড়া

  • পশ্চিম কাজী কসবা

রামপাল ইউনিয়ন ও এর গ্রামের নামকরণ রামপাল ইউনিয়ন ও এর গ্রামের নামকরণ Reviewed by sm sohage on September 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.