সাহেবের আলগা ইউনিয়নের নামকরণ

অবস্থানঃ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি ইউনিয়ন।

১৭ নং বেগম গঞ্জ ইউনিয়ন কে  ব্রহ্মপুত্র নদী  দুইভাগে বিভক্ত করেছে। ১৯৭২ সালে রিলিপ কমিটি গঠনের সময় দুইটি কমিটি গঠন করা হয়। পূর্ব অংশ সাহেবগঞ্জ পশ্চিম অংশ বেগমগঞ্জ নামে। বেগমগঞ্জের রিলিপ চেয়ারম্যান মো: সোহরাফ মোল্লা এবং সাহেব গঞ্জের রিলিপ চেয়ারমান মো: মজিবর রহমান ছিলেন। তখন থেকেই বেগম গঞ্জ ইউনিয়ন করার প্রচেষ্ঠা চলে কিন্তু নামকরণ নিয়ে দ্বন্দ। বেগমগঞ্জ বাসী পূর্ব অংশকে সাহেব গঞ্জ হিসেবে মেনে নিলে মানের ক্ষতি হয়। বিধায় তদানিন্তন চেয়ারম্যান খেওয়ার চর হাটকে সুনামগঞ্জ ও গেন্দার আলগা সুনামগঞ্জ নামে এবতেদায়ী মাদ্রাসা দেখিয়ে পূর্ব অংশকে সুনামগঞ্জ ইউনিয়ন করার প্রস্তাব দেন। পূর্ব অংশের নেতৃত্বদান কারী মো: নুর মোহাম্মদ প্রধানের প্রচেষ্টা ও সুনামগঞ্জ নামে কোন মৌজা না থাকার কারণে উভয় পার্শ্বের জনগনের সুষ্ঠু মীমাংসার লক্ষে সাহেব গঞ্জ নামকরণ না করে ইউনিয়নের নাম করন করা হয় সাহেবের আলগা ইউনিয়ন। নতুন এই ইউনিয়নের জম্ম হয় ১৯৮৫ সালে।

  • সাহেবের আলগা

  • গেন্দার আলগা

  • নামাজের চর

  • চর দূর্গাপুর

  • দৈ খাওয়ার চর

  • সুখের বাতি

  • কাচবাচা জাহাজের আলগা


 
সাহেবের আলগা ইউনিয়নের নামকরণ সাহেবের আলগা ইউনিয়নের নামকরণ Reviewed by sm sohage on September 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.