কলমা ইউনিয়ন ও এর গ্রামের নামকরণের ইতিহাস

কলমা মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার একটি ইউনিয়ন।


কলমা ইউনিয়নের ইতিহাস অতি প্রাচীন।  যদিও এটি কত প্রাচীন তা নিয়ে আজ পর্যন্ত কোন ইতিহাস বা গবেষণামূলক দলিল বা প্রমান পত্র পাওয়া যায় নাই। তবে মনে করা হয় এখানে অনেক আউলিয়া বা বজুর্গ লোক ছিল যারা ছিল পাক পবিত্র এবং তারা এখানে অবস্থান নেওয়ায় এর নাম ইসলামের ৫টি স্তম্ভের একটি কলেমা এর নামানুসারে কলমা ইউনিয়নের নামকরণ করা হয়ে থাকতে পারে বলে অনেকের ধারণা।



গ্রাম সমুহঃ



  • কলমা

  • ডহরী

  • বাশিরা

  • বানকাইজ

  • মারৈল

  • ভরাকর

  • গোড়াকান্দা

  • নওপাড়া


 

তথ্যসুত্রঃ জেলা তথ্য বাতায়ন।
কলমা ইউনিয়ন ও এর গ্রামের নামকরণের ইতিহাস কলমা ইউনিয়ন ও এর গ্রামের নামকরণের ইতিহাস Reviewed by sm sohage on September 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.